পুরাতন মালদা

বাকযুদ্ধে তৃণমূল-বিজেপি

 

 

    লোকসভা নির্বাচনকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। সেই আগুনকে যেন আরও উসকে দিলো উত্তর মালদা। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে বেনজির আক্রমণ করলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু।  ক্ষমতার অপব্যবহার করছেন প্রাক্তন জেলা পুলিশ সুপার, বিভিন্ন থানার আই.সি., ব্লকের বিডিও ও অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সাথে গোপনে বৈঠক করছেন তৃণমূল প্রার্থী বলে সরাসরি অভিযোগ করেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক, হোক স্বচ্ছ নির্বাচন, এমনটাই দাবী করে ভোটের ময়দান তাতিয়ে দিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

 

    প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কটাক্ষের জবাবে বিজেপি প্রার্থীকে হতাশাগ্রস্ত বলে মন্তব্য করেন প্রসূন ব্যানার্জি। সাংসদ থাকা কালীন কোনও কাজ করেননি তিনি তাই হারের আশঙ্কায় এসব বলছেন বলে পাল্টা দেন তৃণমূল প্রার্থী। তাঁর বিরুদ্ধে করা অভিযোগগুলোও ভিত্তিহীন বলেও দাবী করেন প্রাক্তন জেলা পুলিশ সুপার।

 

    দুই পক্ষের বাক যুদ্ধে উত্তপ্ত উত্তর মালদা। গতবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের শক্ত মাটিতে ফুটে পদ্মফুল। সেই আসন ধরে রাখতে মরিয়া বিজেপি, দখল করার হুঁশিয়ারি তৃণমূলের। তাই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে এক ইঞ্চি ভূমি ছেড়ে দিতে নারাজ দুই পক্ষই। কার দখলে থাকবে উত্তর মালদা? নাকি ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে